হয়তো নবি-রশিদ দেশের হয়ে নাও খেলতে পারে : মাইকেল ভন

চলতি বছরের মে মাসে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের। আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের বিশ্বকাপের। আর আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

অন্যদিকে হটাৎ করেই তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা অধিনায়ক ঘোষণা করে আফগান বোর্ড। এদিকে দলের নিয়মিত অধিনায়ক আসগর আফগানকে নেতৃত্ব থেকে সরিয়ে ফেলায় ক্ষেপেছেন দলের সেরা দুই তারকা রশিদ খান ও মোহাম্মদ নবি।

এবার আফগান ক্রিকেটে বোর্ডকে সতর্ক করে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। নবি, রশিদকে হতাশ করতেও বারণ করেছেন তিনি। অন্যথায় তারা দেশের হয়ে নাও খেলতে পারেন বলেই মন্তব্য করেছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি যার অধীনে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে ফেলা পাগলামি ছাড়া কিছু নয়। নবি-রশিদ বিশ্ব ক্রিকেটে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছে। আপনি তাদেরকে রাগাতে পারবেন না। হয়তো তারা দেশের হয়ে নাও খেলতে পারে।’