১২ টাকার ইনজেকশন বিক্রি হলে ৭০০ টাকায়!

মাত্র ১২ টাকা দামের একটি ইনজেকশন ৭০০ টাকা বিক্রি করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর পাংশা উপজেলায়।

এরপর লিখিত অভিযোগ পেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী শাখা আজ ২৮ এপ্রিল রবিবার দুপুরে সর্দার বাস স্ট্যান্ড এলাকার ওই খান ফার্মেসিতে অভিযান চালায়।

এ ব্যাপারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্ধারিত মূল্য থেকে বেশি মূল্যে ফেডরিন নামক ইনজেকশন বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারীকে দেওয়া হবে বলেও জানান তিনি।

তাছাড়া অভিযানে বিভিন্ন অভিযোগে লিজা হেলথ কেয়ার, নাইম হোটেল এবং মুসলিম দধি ও মিষ্টান্ন ভাণ্ডারকে পৃথক পরিমাণে জরিমানা করা হয়।