২৩ এপ্রিল থেকে ভোটার তালিকার হালনাগাদ

আগামী ২৩ এপ্রিল থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারের তথ্য সংগ্রহের কাজ চলবে ১৩ মে পর্যন্ত। আজ ৮ এপ্রিল সোমবার ইসির যুগ্মসচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

এ সময় ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান বলেন, ‘এবার ২০০১, ২০০২, ২০০৩ ও ২০০৪ সালের পহেলা জানুয়ারি জন্ম এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে ২০০১ ও ২০০২ সালের জানুয়ারিতে যাদের জন্ম, তাদের নাম আগামী ২০২০ সালে প্রকাশিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। বাকিদের শুধুমাত্র তথ্য সংগ্রহ করে রাখা হবে। পরবর্তীতে বয়স ১৮ বছর পূর্ণ হলে, তাদের নাম ভোটার তালিকায় যুক্ত করা হবে।’

এ সময় আসাদুজ্জামান আরও বলেন, ‘ইতিপূর্বে ভোটার হওয়ার জন্য যারা ফরম পূরণ করেছেন, ছবি তুলেছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি। তাদের আর নতুন করে ভোটার হওয়ার প্রয়োজন নেই। তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে নতুন ও বাদপড়া ভোটারদের তথ্য সংগ্রহ করবেন। এ সময় তথ্য সংগ্রহকারীকে মৃত ভোটারদের তথ্য দিতে হবে।’

আসাদুজ্জামান আরও জানান, যাদের জন্ম ১ জানুয়ারি ২০০১ বা তার আগে অথচ বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন তাদের ভোটার হিসেবে নিবন্ধন করা হচ্ছে। তাছাড়া নতুন ভোটার ও বাদপড়া ভোটারদের তথ্য সংগ্রহ করার সময় ভোটার তালিকা হতে নাম কর্তনের জন্য মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে।