৩২ বার হেরেও নির্বাচনী লড়াইয়ে শ্যামবাবু

সেই ১৯৬২ সালে প্রথম সাল থেকে শুরু। তারপর লড়ে যাচ্ছেন বিরামহীন। এক এক করে ৩২ বার ভোটে লড়েছেন। কোনো নির্বাচনেই জেতেননি। তবুও হার মানার পাত্র নন তিনি। খবর এএনআই।

তাই এবারও ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন ডা. শ্যামবাবু সুবুধি।

ডা. শ্যামবাবু সুবুধি ১৯৬২ সালে লোকসভা নির্বাচনে প্রথম প্রার্থী হয়েছিলেন। আর এরপর একেক করে ৩২বার বিভিন্ন পর্যায়ে নির্বাচনে লড়েছেন। বর্তমান তার বয়স এখন ৮৪ বছর। আর এবারও লোকসভার ভোটে লড়বেন। তিনি উড়িষ্যার আসকা ও বেরহামপুর আসন থেকে নির্বাচনে।

এ বিষয়ে শ্যামবাবু জানান, ৩২ বার বিভিন্ন নির্বাচনে লড়াই করেছিলাম। এবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। আমার প্রতীক হল ক্রিকেট ব্যাট। উল্টো লেখা প্রধানমন্ত্রী পদপ্রার্থী।

শ্যামবাবু আরও জানান, ঘরে ঘরে গিয়ে ভোট চাই। বাজারে যাই মানুষের সঙ্গে কথা বলি। শ্যামবাবুর শেষ কথা, হারি জিতি পরোয়া করি না। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়েই যাব।