৩৯তম বিসিএসের পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলে সহকারী সার্জন পদে ৪৫৪২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ২৫০ জনকে সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ২ টা ৩০ মিনিটে এ ফল প্রকাশ করে পিএসসি।

এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ কর্ম কমিশনের বিশেষ বৈঠক হয়। বৈঠক শেষে সিদ্ধান্ত অনুযায়ী দুপুরে ফল প্রকাশ করা হয়।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা আড়াইটার দিকে ৩৯তম বিশেষ বিসিএস’র ফল প্রকাশ করা হয়েছে। বিকালের মধ্যে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। সেখান থেকে চাকরিপ্রত্যাশীরা ফল জানতে পারবেন।

উল্লেখ্য, এই বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসকদের নিয়োগ দেয়া হচ্ছে। ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর ৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এর পর গত ৭ মার্চ ভাইবা অনুষ্ঠিত হয়।