অদ্ভুত হিসেবে বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড

২০১৯ বিশ্বকাপ এখন দুয়ারে দাড়িয়ে। এই বিশ্বকাপে কে ফেভারিট, কে জিতবে শিরোপা সেটা নিয়ে চলছে বিশ্লেসন। এবার সেখানে যোগ দিলেন জ্যোতিষী। ভারতের মুম্বাইভিত্তিক বিখ্যাত জ্যোতিষী গ্রিনস্টোন লোবো বলে দিলেন শিরোপা জয়ীর নাম।

তিনি হিসেব করে দেখেছেন এবারের বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড। তার হিসাবে যে দলের অধিনায়কের জন্ম ১৯৮৫ থেকে ১৯৮৭ এর মধ্যে সে দল জিতবে শিরোপা।

এই হিসেবে এই তারিখের মধ্যে জন্ম অষ্ট্রেলিয়া, ইংল্যান্ড আর পাকিস্তান অধিনায়কের। তবে জ্যোতিষী বলেন, সরফরাজ এরই মধ্যে বড় একটি শিরোপা জিতেছে। তাই সে বাদ। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে অস্ট্রেলিয়া দলে সাবেক বিশ্বকাপ জয়ী খেলোয়াড় ৫জন। তাই তারাও জিতবে না। সে হিসেবে এগিয়ে আছে ইংল্যান্ড। শিরোপা জিতবে তারাই।