মোসাদ্দেক হোসেন সৈকত যখন ব্যাটিংয়ে আসেন তখন বলের থেকে রানের ব্যাবধান ২০ এর কাছাকাছি। কিছুক্ষন আগেই মুশফিক এবং মিঠুনের বিদায়ের পর তখন টাইগার ভক্তদের মধ্যে শঙ্কার মেঘ।
কিন্তু সেই মেঘ সরিয়ে দিতে দেরী করেনি মোসাদ্দেক হোসেন। তার দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী বাংলাদেশকে প্রথম কোন শিরোপা জয়ের স্বাদ এনে দেয়।
ম্যাচে এমন ব্যাটিংয়ের মুল রহস্য কি? ম্যাচ শেষে সেটাই জানালেন মোসাদ্দেক। তিনি বলেন,
“যখন ব্যাটিংয়ে নামছিলাম, মাশরাফি ভাই বলল সৈকত তুই পারবি। যা ইচ্ছা খেল। শেষ করে আয়। তার এই কথাই আমাকে প্রেরনা জুগিয়েছে। এর আগে ঘরোয়া লিগেও মাশরাফি ভাই আমাকে নানা রকম ভাবে উৎসাহ দিয়ে গেছেন। যখন দলের বাইরে ছিলাম, তখনও ওনি পরামর্শ দিত কি করলে দলে ফিরতে পারব। অধিনায়ক এমন ভরসা করলে আত্মবিশ্বাস সব সময় ভালো থাকে।”