বিপিএল এবং ডিপিএলে দারুণ পারফর্ম করে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকদের নজরে পড়েছিলেন ইয়াসির আলী। পুরো দেশেই গুঞ্জন উঠেছিল তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখার সম্ভাবনা নিয়ে। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে না রাখলেও তাকে রেখেছিল আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের দলে।
আগের ম্যাচেই বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হওয়ায় আজকে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসবে এমনটা ভাবাই ছিল। প্রত্যাশা মত এল ৪ পরিবর্তন। তবে সেখানে জায়গা হল না ইয়াসির আলীর।
বাংলাদেশের আজকের এই ম্যাচে যে চারজন তারকা এসেছেন তারা হলেন, লিটন দাস, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত ও সাইফ উদ্দিন। দল থেকে বাদ পড়েছে অলরাউন্ডার মিরাজ, ব্যাটসম্যান সৌম্য, বোলার মুস্তাফিজ এবং ব্যাটসম্যান মিঠুন।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফউদ্দিন, রুবেল হোসেন, সাব্বির রহমান, মাশরাফি মর্তুজা, আবু জায়েদ রাহী।