ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসর শেষ হয়েছে। টান টান উত্তেজনাপূর্ন ম্যাচে চেন্নাইকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
টুর্নামেন্ট শেষ হতেই আইপিএলের সেরা একাদশ তৈরি করেছে ভারতের ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইট। তাদের তৈরি করা একাদশে আছেন যারা..
১. ডেভিড ওয়ার্নার (৬৯২ রান- গড় ৭৯.২০)
২. লুকেশ রাহুল (৫৯৩ রান-গড় ৫৩.৯০)
৩. শ্রেয়াস আয়ার (৪৬৩ রান- গড় ৩০.৮৬)
৪. রিশাভ পান্ট (৪৮৮ রান- গড় ৩৭.৫৩)
৫. ধোনি (৪১৬ রান- গড় ৮৩.২০)
৬. আন্দ্রে রাসেল (৫১০ রান- গড় ৫৬.৬৬)
৭. হার্ডিক পান্ডে (৪০২ রান- গড় ৪৪.৬৬)
৮. শ্রেয়াস গোপাল ( ২০ উইকেট)
৯. কাগিয়াসো রাবাদা (২৫ উইকেট)
১০. বুমরাহ (১৯ উইকেট)
১১. ইমরান তাহির (২৬ উইকেট)