ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে দুর্দান্ত বোলিং করেছেন শ্রেয়াস গোপাল। আর এই দুর্দান্ত পারফর্মেন্সের পুরষ্কার হিসেবে তিনি জায়গা পেয়েছেন ভারত এ দলে।
ভারত এ দল ও শ্রীলঙ্কা এ দলের মধ্যকার ২টি আনঅফিসিয়াল টেস্ট ও ৫টি ওয়ানডে ম্যাচ হবে। সেই ম্যাচের জন্য ঘোষিত দলে শ্রেয়াস গোপালকে রেখেছে ভারত।
তবে শুধু গোপাল নয়, আরেক তারকা শুভম্যান গিল ও রাহুল চাহারও জায়গা করে নিয়েছেন দলে। তিনজনই নিজ নিজ দলে এবারের আইপিএলে দারুণ পারফর্ম করেছিলেন।
প্রিয়ানাক পানচাল ভারতের টেস্ট দলের নেতৃত্ব দিবে। আর ইষান কিষান নেতৃত্ব দিবে ওয়ানডে দলের। দুই স্কোয়াডই সাজানো হয়েছে ঘরোয়া লিগে সেরা পারফর্মারদের নিয়ে। গিল ও গোপাল জায়গা পেয়েছেন ওয়ানডে দলে। আর চাহার জায়গা পেয়েছেন টেস্ট দলে।