আমি আশা করি বিশ্বকাপ তারাই নিয়ে আসবে: আজহার উদ্দিন

আগামী ৩০ মে থেকে ইংল্যান্ড এবং ওয়েলসে শুরু হবে বিশ্বকাপ ক্রিকেট। এরই মধ্যে সব দলের প্রস্তুতি সম্পন্ন। প্রত্যেকটি দল তাদের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে।

এদিকে, নিজ দেশের বিশ্বকাপ দলকে ভারসাম্যযুক্ত দল বলেই বর্ণনা করেছেন ভারতের সাবেক অধিনায়ক মো. আজহার উদ্দিন। ১৯৮৩ ও ২০১১ সালের চ্যাম্পিয়ন দল ভারত এবারও ট্রফি নিজেদের ঘরে আনবে মনে করেন তিনি। খবর দিয়েছে এনডিটিভি।

আজহার মনে করেন, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক হিসেবে কোহলির খারাপ রানের প্রভাব বিশ্বকাপে পড়বে না।

১৯৯২, ১৯৯৬ ও ১৯৯৯ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেয়া আজহার উদ্দিন বলেন, ভারতের সামনে খুব ভালো সুযোগ রয়েছে বিশ্বকাপে। কারণ আমাদের দলে ভারসাম্য রয়েছে। আমাদের ভালো বোলার রয়েছে, ভালো ব্যাটসম্যান এবং তার পর আমাদের ফিল্ডিং খুব উন্নতি করেছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ৫ জুন সাদাম্পটনে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ভারত।

ভারতের সাবেক এ অধিনায়ক আরও বলেন, ভারত বিশ্বকাপ না জিতলে আমি হতাশ হব এবং আমি আশা করি আমরা বিশ্বকাপ নিয়ে আসব।

৩৩৪টি একদিনের ম্যাচে ৯০০০ রান করা এ ক্রিটার বলেন, ওঠা ও নামা জীবনে থাকবেই। কিন্তু তার রেকর্ড এবং পরিসংখ্যান দেখুন- সেখানে চিন্তার কোনো কারণ নেই।