আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে সব প্রস্তুতি গ্রহণ করেছে প্রত্যেকটি দল। ইতোমধ্যে ঘোষিত হয়েছে বিশ্বকাপ স্কোয়াড। বিশ্বকাপকে সামরে রেখে এরই মধ্যে দেশ ছেড়েছে টিম টাইগার। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় একটি সিরিজ খেলছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের প্রথমটিতে উইন্ডিজদের পরাজিত করেছে বড় ব্যাবধানে। আর তৃতীয় ম্যাচে স্বাগতিকদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগী করে এগিয়ে রয়েছে বাংলদেশ দল।
বৃষ্টির কারণে আয়ারল্যান্ড-বাংলাদেশ ম্যাচ পরিত্যক্ত হওয়া পয়েন্ট ভাগ করে নিতে হল। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৮ রানে ১ উইকেট নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। খালি চোখে খুব আহামরি বোলিং হয়তো নয়! কিন্তু ম্যাচের গতিবিধিতে সাকিব আল হাসানের সঙ্গে মিলে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিয়েছিলেন মিরাজ!
বিজ্ঞাপন উদ্বোধনী জুটিতে ১৬ ওভারে নব্বইয়ের কাছাকাছি রান। বড় সংগ্রহের দিকে দাপটেই এগোচ্ছিল উইন্ডিজ। জুটি ভাঙতে মিরাজের শরণাপন্ন হলেন মাশরাফী বিন মোর্ত্তজা। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে সুনীল আমব্রিসকে মাহমুদউল্লাহর ক্যাচ বানালেন মিরাজ।
তাইতো ম্যাচ শেষে সাকিব নিজেই বলেছিলেন, মিরাজের সঙ্গে তার ওই বোলিং স্পেলটা ঘুরিয়ে দিয়েছে ম্যাচের মোড়।
এরপর অধিনায়ক মাশরাফী বলেন, আসছে বিশ্বকাপ ও ভবিষ্যতের সিরিজগুলোতে দলের মূল খেলোয়াড়দের একজন হয়ে উঠবেন অফস্পিন-অলরাউন্ডার মিরাজ।
তিনি বলেন, ‘সে (মিরাজ) দারুণ খেলছে। যদি মিরাজের গত বছরের পারফরম্যান্সগুলোর দিকে তাকান, বুঝতে পারবেন সে দিন দিন আরও পরিণত হচ্ছে। উইকেট যতই জটিল হোক না কেনো, সে নিজে থেকেই বিষয়টা বুঝে নেয়। তারপর সেভাবে বল করে। সে আমাদের দলের একজন কি-প্লেয়ার।’
মিরাজ ২০১৭ সালে ওয়ানডে অভিষেকের পর ২৬ ম্যাচে নিয়েছেন ২৭ উইকেট। যে করণে নতুন কিংবা পুরনো, বল হাতে সাকিবের পাশাপাশি মিরাজও এখন মাশরাফীর হাতে নয়া অস্ত্র! এ অফস্পিন-অলরাউন্ডার বলে পাশাপাশি ব্যাটেও অবদান রাখছেন টাইগারদের নানা স্মরণীয় অর্জনে। তাই মিরাজের প্রশংসা করতে ভুললেন না অধিনায়ক।