পাকিস্তান জাতীয় দল এখন ইংল্যান্ডে অবস্থান করছে। সেখানে স্বাগতিকদের সাথে ওয়ানডে সিরিজ খেলছে দলটি। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৬১ রান করেও হেরেছে পাকিস্তান।
তবে পাকিস্তান পুরুষ দলের মত রান তাড়া করতে গিয়ে হারেনি পাকিস্তান নারী দল। আবার জিতেওনি। ম্যাচটি ড্র করেছে তারা দক্ষিণ আফ্রিকা নারী দলের সাথে।
ম্যাচে প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা নারী দল ২৬৫ রান করে। দলের পক্ষে অর্ধশতক করে তিনজন। ওপেনার লিজেলে লি ৫৭, লাউরা উলভারডট ৫৬ এবং অধিনায়ক সুনে লাস করেন ৮০ রান।
জবাবে ব্যাটিং করতে নেমে পাকিস্তানও সমান ২৬৫ রানেই থামে। দলের পক্ষে জাভেরিয়ান খান ৭৪ ও আিয়া রিয়াজ করেন ৭১ রান।
এই ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১২ রান। হাতে ছিল দুটি উইকেট। পাকিস্তানের তখন ব্যাটিংয়ে প্রান্তে সাদিরা নাওয়াজ ও আয়মান আনোয়ার। প্রথম বলে এক রান নেন সাদিরা। দ্বিতীয় বলেই রান আউট হয়ে যায় আয়মান।
ফলে শেষ ৪ বলে প্রয়োজন হয় ১১ রান। তৃতীয় বলে ২ ও চতুর্থ বলে ১ রান নেন সাদিরা। পঞ্চম বলে এসেই ছক্কা মারেন নাসরা সান্দু। শেষ বলে তখন জয়ের জন্য প্রয়োজন ২ রান। সেই বলে ১ রান নিলে ম্যাচটি টাই হয়।