দক্ষিন আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২ জুন ওভালে মাঠে নামার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে টাইগারদের বিশ্বকাপ যাত্রা। ৩০ মে থেকে শুরু হবে যাওয়া বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি বাহিনী।
আর এবার বিশ্বকাপ ক্রিকেটারদের মধ্যেই থেকে শুরু করে পুরো জাতির মাঝেই এক অব্যক্ত আকাঙ্ক্ষা কাজ করছে, আর তা হল বিশ্বকাপ জয়ের! আজ কার্ডিফে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলে পঞ্চপাণ্ডের একজন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটিংয়ের পাশাপাশি তিনি বোলিংও করে থাকেন। তবে কাঁধের চোটের কারণে দীর্ঘদিন বল করতে পারেননি তিনি। দীর্ঘদিন পর গত পরশু নেটে বল করেছেন তিনি। ৩ ওভারের স্পেল আরো লম্বা করতে চেয়েছিলেন। কিন্তু ফিজিও তিহান চন্দ্রমোহন আর করতে দেননি। প্রথম দিনেই বেশি ধকল নিলে যদি চোটটা আবার ফিরে আসে? তবে বোলিং নিয়ে আত্মবিশ্বাস পুরোপুরি ফিরে এসেছে মাহমুদউল্লাহ।
তিনি বলেন, ‘প্রথম ওভারটা করতে একটু কষ্ট হচ্ছিল। এত দিন পর হাত ঘোরাচ্ছিলাম তো। তবে তৃতীয় ওভারটা করতে কোনো অসুবিধা হয়নি। আরো কয়েকটি সেশন আছে। আশা করি, ক্যাপ্টেন চাইলে প্রথম ম্যাচ থেকেই বোলিং করতে পারব।’
এদিকে, বোলিং করা বিষয়ে কৌতুক করে হাসেন আর বলেন, ‘উনাকে বলেন, আমাকে কেন বোলিং দেয় না!’ জবাবে সেই ‘উনি’, মাশরাফি বিন মর্তুজার ঠোঁটেও হাসির ঝিলিক, ‘দক্ষিণ আফ্রিকা ম্যাচে তুই কি ৫-৬ ওভার করে দিতে পারবি না?’