রিয়াল মাদ্রিদকে খাদের কিনারা থেকে উদ্ধার করতে দায়িত্ব দেয়া হয়েছে জিদানকে। আর জিদান এসেই রিয়াল মাদ্রিদের স্কোয়াড পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন।
এরই মধ্যে ডিফেন্ডার এডার মিলিটাওকে কিনেছে রিয়াল। কেনার কথা রয়েছে আরও কয়েকজনকে। হ্যাজার্ডের রিয়ালে আসা নিশ্চিত। গুঞ্জন চলছে নেইমার, এরিকশন ও পগবাকে নিয়েও।
এরমধ্যে নেইমারের জন্য রিয়াল মাদ্রিদের আগ্রহ অনেক দিনের। এবার রিয়াল মাদ্রিদ নতুন করে সাজানোর সময় তাই নেইমারকে কিনতে চায় রিয়াল মাদ্রিদ।
নেইমার রিয়াল মাদ্রিদে আসতে চায় কিনা সেটা এখনো প্রকাশ্যে বলেনি। কিছু কিছু সময় ইঙ্গিত দিয়েছেন রিয়ালে খেলার ইচ্ছার কথা। কিন্তু তাতে তো চিড়ে ভেজার কথা না।
পিএসজি তাকে কিনেছে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে। অনেক দেনদরবার করেই তাকে কিনতে হয়েছে। কিন্তু দুই মৌসুম ক্লাবটিতে থেকেও কিছুই দিতে পারেনি নেইমার। উল্টো দুটি মৌসুমেই ইনজুরির কবলে পড়ে বাইরে থেকেছেন অর্ধেক মৌসুম।
কিন্তু ক্লাবটিতে যদি নেইমার থাকতে না চায় তাহলেই তার রয়েছে রিয়ালে যাওয়ার সুযোগ। তবে সেজন্য একটাই শর্ত। নেইমারকে পিএসজির কাছে বলতে হবে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা। নেইমার যদি নিজে বলে ক্লাব ছাড়তে চায় তাহলে রিয়াল মাদ্রিদ কোন চিন্তা ছাড়াই তার জন্য ২৫০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি।
চুক্তিতে থাকতে পারে অন্যান্য সমাধান। খেলোয়াড়ও আদান প্রদানও আসতে পারে চুক্তির মধ্যে। কিন্তু তার আগে একটাই শর্ত। নেইমারকেই বলতে হবে পিএসজি ছাড়ার কথা।