একাধিক পরিবর্তন নিয়ে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

আয়ারল্যান্ডের দেয়া ৩২৭ রানের লক্ষ্য তাড়া করে জিতে ফুরফুরে মেজাজে রয়েছে উইন্ডিজ। আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে হোল্ডার বাহিনীও। তবে বাংলাদেশ কোন অংশে কম নয়। ত্রিদেশীয় সিরিজে ইতিমধ্যে ফাইনালে জায়গা করে নিতে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে মাঠে নামবে তারা। সোমবার বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় ডাবলিনের ম্যালাহাইডে শুরু হবে দুই দলের লড়াই।

চলতি সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই বড় জয় পেলেও প্রথম দেখায় তিন ডিপার্টমেন্টেই উইন্ডিজকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছেন টাইগাররা। টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। আর এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ। আর আজকের ম্যাচে জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। কারণ তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে আয়ারল্যান্ড।

ফাইনাল নিশ্চিত করতে উইন্ডিজের বিপক্ষে পূর্ণ শক্তিশালী দল নিয়েই মাঠে নামবেন লাল-সবুজ জার্সিধারীরা। দুই ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবাল সঙ্গে ব্যাট-বল দুই বিভাগেই ফর্মে আছেন সাকিব আল হাসান আর ধারাবাহিক মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ, মিঠুন, সাব্বিররা থাকছেন।

বোলিংয়ে নিয়মিত অধিনায়ক মাশরাফির পেসের সাথে থাকছে মিরাজের ঘুর্ণি। তবে পেস বোলিংয়ে আসতে যাচ্ছে দুই পরিবর্তন। কেননা ইনজুরিতে পড়েছেন সাইফ উদ্দিন। গতকাল অনুশীলনে কোমরে টান লাগে এই অলরাউন্ডারের। প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করা সাইফের এই চোট গুরুতর মনে না হলেও তাকে নিয়ে রিস্ক নিতে নারাজ বাংলাদেশ। যার কারণে আজকের ম্যাচে তার না খেলার সম্ভাবনা বেশি। তার যায়গায় রাহীকে দেখা যেতে পারে। আবার ফরহাদ রেজাকেও দেখা যেতে পারে।

এই ম্যাচে বাংলাদেশের সেরা পেসার মুস্তাফিজকেই দেখা যেতে পারে একাদশের বাইরে। আগেই জানা গিয়েছিল মুস্তাফিজকে বিশ্রাম দিয়ে খেলাবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে ৮৪ রান দেয়া মুস্তাফিজকে আজ দেখা যেতে পারে একাদশের বাইরে। মুস্তাফিজ বাদ হলে তার জায়গায় কে আসবে? তাসকিন নাকি রুবেল হোসেন?

জানা গেছে, এই ম্যাচে মুস্তাফিজ বাদ হলে দলে আসবে রুবেল হোসেন। তাসকিনের এই ম্যাচে আসার সম্ভাবনা নেই। তবে একাদশ এখনো নিশ্চিত নয়। আজ উইকেট দেখার পরই সিদ্ধান্ত হবে একাদশের।

বাংলাদেশে সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আবু জায়েদ রাহী, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও রুবেল হোসেন।