কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। আর এই দলে আছেন নেইমার। কিন্তু নেইমারকে এখনই ব্রাজিলে আসতে দিচ্ছেনা তার ক্লাব পিএসজি।
নেইমার তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়ে আছেন। তাই এখন পিএসজির সাথে থাকলেও বড়জোর অনুশীলনই করতে পারবেন তিনি। সেখানে আর খেলা হবে না তার।
তাই নেইমার চেয়েছিল আগেই ব্রাজিলে চলে আসার জন্য। কিন্তু তাতে রাজি হয়নি পিএসজি। নেইমারকে ব্রাজিলের পথ ধরতে অপেক্ষা করতে হবে ২৮ তারিখ পর্যন্ত।
পিএসজিতে আরও তিন ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস, মার্কুইনহোস এবং থিয়াগো সিলভার সাথে একসাথেই তাকে আসতে হবে ব্রাজিলে।