ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরে রেকর্ড ভেঙেছে ১১টি। কি সেই রেকর্ড?
১. ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান- বেয়ারস্টো ও ওয়ার্নার -১৮৫।
২. নির্দিষ্ট কোন দলের বিপক্ষে সবচেয়ে বেশি ৫০ বা তার বেশি রান- ওয়ার্নার- ১০ বার পাঞ্জাবের বিপক্ষে।
৩. সবচেয়ে কম বয়সী খেলোয়ার হিসেবে হাফসেঞ্চুরি রায়ান পারাগের।
৪. সবচেয়ে কম বয়সী খেলোয়ার হিসেবে আইপিএলে অভিষেক- প্রয়াস রায় বর্মন
৫. সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেছেন স্যাম কুরান।
৬. টুর্নামেন্টে সেরা বোলিং ওভারেজ- রাবাদা
৭. সবচেয়ে বেশি চার মারা খেলোয়াড়- শিখর ধাওয়ান- ৫২৪টি
৮. স্পিনার হিসেবে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট- ইমরান তাহির- ২৬টি
৯. আইপিএলের এবারের আসরে সবচেয়ে বেশি ছক্কা হয়েছে। ৭৮৪টি ছক্কা হয়েছে এবার।
১০. এক ইনিংসে সবচেয়ে সেরা বোলিং ফিগার- আলজারি জোসেপ- ৬/১২।
১১. সবচেয়ে বেশি শিরোপা জয়ী দল- মুম্বাই- ৪ বার।