ওয়ার্নারকে টপকে যাওয়ার মত ক্রিকেটার নেই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবারের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন ডেভিড ওয়ার্নার। এবারের মৌসুমে দলটির হয়ে ১২টি ম্যাচ খেলেছিলেন তিনি।

১২ ম্যাচ খেলার পর বিশ্বকাপের প্রস্তুতিতে নিজ দলের সাথে যোগ দিতে সানরাইজার্স ছেড়েছিলেন ওয়ার্নার। আর সেটাই যেন কাল হল সানরাইজার্সের জন্য।

ওয়ার্নার চলে যাওয়ার পর অন্যের উপর নির্ভর করে এলিমিনেটর ম্যাচে সুযোগ পেয়েছিল সানরাইজার্স। কিন্তু সেখানে তো আর অন্যের উপর নির্ভর করা যায় না। হেরেছে তারা দিল্লির কাছে।

তবে এবারের টুর্নামেন্টে মাত্র ১২টি ম্যাচ খেলেই ওয়ার্নার রান করেছিলেন ৬৯২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঞ্জাবের লুকেশ রাহুল করেছে ৫৯৩ রান। তিনে থাকা দিল্লির ধাওয়ান করেছিল ৫২১ রান। ৫১০ রান করেছে কলকাতার আন্দ্রে রাসেল। এই সব তারকাই ছিটকে গেছে এবারের টুর্নামেন্ট থেকে।

এদের পর আছে কুইন্টন ডি কক। তার রান ৫০০। তার দলই কেবল আছে ফাইনালের লড়াইয়ে। কিন্তু এত রানের ব্যবধান গুচিয়ে ওয়ার্নারকে স্পর্শ করা তার জন্য অসম্ভব। তাই এবার আইপিএলের সেরা রান সংগ্রাহক হতে যাচ্ছেন ওয়ার্নারই।