আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে আজ মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। দুই দলের এটি দ্বিতীয় লড়াই এই সিরিজে। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে।
এই ম্যাচটি আজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ন। ম্যাচে জিতলে ফাইনাল নিশ্চিত হবে টাইগারদের। হেরে গেলে ঝুলে যাবে ফাইনাল ভাগ্য। অন্যদিকে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে ক্যারিবিয়রা।
তবে এই ম্যাচে নামার আগে দুই দলের সাম্প্রতিক দেখায় জয়ের পাল্লাটা বেশ ভারী বাংলাদেশের। সর্বশেষ পাঁচ দেখায় বাংলাদেশ জিতেছে ৪টি এবং হেরেছে ১টি।
বাংলাদেশ এই ত্রিদেশীয় সিরিজের ম্যাচটি ছাড়াও আগের চারটি ম্যাচের তিনটিতে জিতেছে টাইগাররা। আজ এই জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নেয়ার পালা।