কেউ ইনজুরিতে পড়লে হয়তো ডাক পাব

২০১৫ সালে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জিতেছেন পেসার জস হ্যাজলউড। কিন্তু সেই পেসারই এবার নেই অস্ট্রেলিয়া স্কোয়াডে। অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা হয়নি তার।

এরপর অস্ট্রেলিয়া দলে জায়গা পাওয়া জেই রিচার্ডশন ইনজুরিতে পড়েন। এবারও তাকে ইগনোর করে অস্ট্রেলিয়া এবং দলে আনে কেন রিচার্ডশনকে।

সব কিছু মিলিয়ে বেশ হতাশ অস্ট্রেলিয়ান এই পেসার। তবে বিশ্বকাপে না থাকার হতাশা কাটাতে তিনি এখন পরিশ্রম করছেন যেন অ্যাশেজে দলে ফিরতে পারেন।

হ্যাজলউড বলেন, “এটা হতাশার। কারণ, বিশ্বকাপ চার বছর পর পর আসে। এবারের বিশ্বকাপ শুরু হবে আর আমি তা টিভিতে দেখব এটা আমার জন্য কষ্টকর।”

“আমার মনে হয়, যদি টুর্নামেন্ট চলার সময় কেউ ইনজুরিতে পড়ে তাহলে হয়তো আমার একটু সুযোগ থাকতে পারে। তবে আপনি কিছুই বলতে পারেন না।”