কোন ম্যাচ না জিতলেও বিশ্বকাপে বাংলাদেশ পাবে ৮৪ লক্ষ টাকা!

চলতি মাসের শেষের দিকে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আর আসন্ন বিশ্বকাপকে ঘিরে সব ধরণের প্রস্তুতি নিচ্ছে আইসিসি। এবারের বিশ্বকাপে থাকছে অর্থের ঝনঝনানি। পুরো বিশ্বকাপের জন্য ১০ মিলিয়ন ডলারের (৮৫ কোটি টাকা) প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৪ মিলিয়ন ডলার বা ৩৪ কোটি টাকার প্রাইজমানি। এর অর্ধেক পাবে রানার্স আপ দল। যার মানে রানার্স আপ দল পাবে ২ মিলিয়ন ডলার বা ১৭ কোটি টাকা।

সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবে ৮ লক্ষ ডলার বা ৬ কোটি ৮০ লাখ টাকা করে মোট ১৩ কোটি ৬০ লাখ টাকা। অন্যদিকে প্রথম রাউন্ড থেকে বাদ পড়া ছয় দল পাবে ১ লাখ ডলার বা ৮৫ লাখ টাকা করে মোট ৫ কোটি দশ লাখ টাকা। প্রথম পর্বের প্রতিটি ম্যাচের জয়ী দলকে ৪০ হাজার ডলার বা ৩৪ লাখ টাকা। অন্যদিকে ম্যাচ সেরা, টুর্নামেন্ট সেরার অর্থ এখনো প্রকাশ করেনি আইসিসি।

গ্রুপ পর্বে প্রত্যেক দল খেলবে ৯ টি করে ম্যাচ। সে হিসেবে বাংলাদেশ যদি ৯ টি ম্যাচেই জিতে তবে বোনাস পাবে ৩ কোটি টাকা। তবে একটি ম্যাচও না জিতলেও খালি হাতে ফিরবেনা তারা। আইসিসি কোন ম্যাচ না জিতলেও প্রত্যেক দলকে দিবে ৮৪ লক্ষ টাকা।

উল্লেখ্য, ২০১৫ বিশ্বকাপেও প্রাইজমানির পরিমান এটিই ছিলো, তবে সেবার অংশগ্রহণকারী দল ছিলো ১৪টি। সেবার ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা ও বিজয়ী চেক জিতে নেয় অস্ট্রেলিয়া। সেবার বিশ্বকাপের প্রাইজমানি এর আগের আসরের থেকে ২৫ শতাংশ বাড়িয়ে এক কোটি ডলার করা হয়েছিল। তবে ২০১৯ বিশ্বকাপে প্রাইজমানি আর বাড়ানো হয়নি। প্রাইজমানি না বাড়লেও এবারই প্রথম চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য এতো টাকা পুরুষ্কার প্রদান করবে আইসিসি।