বাংলাদেশের ব্যাটসম্যানদের উন্নতির জন্য নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। ভারতীয় ঘরোয়া লিগে দুর্দান্ত খেলা ব্যাটসম্যান ওয়াসিম জাফরকে একাডেমির ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ।
ভারতের হয়ে ৩১টি টেস্ট এবং দুটি ওয়ানডে ম্যাচ খেলা ওয়াসিম জাফর বছরে ৬ মাস বাংলাদেশে থাকবেন এবং একাডেমির ব্যাটসম্যানদের কোচিং করাবেন।
৪১ বছর বয়সী এই তারকা কিছুদিন আগে ঢাকা আবহানীর হয়ে খেলতে এসেছিলেন বাংলাদেশে। একই দলে খেলেছিলেন সৌম্য সরকার। টানা ব্যর্থ সৌম্যকে তিনিই টিপস দিয়েছিলেন কিভাবে ভালো করতে হবে। তার থেকে টিপস পেয়েই বদলে যান সৌম্য এবং টানা দুটি ম্যাচে দুটি সেঞ্চুরি করেন যেখানে একটি রয়েছে ডাবল সেঞ্চুরি।
ম্যাচ শেষে সৌম্য জাফরের প্রশংসা করেছিলেন। তার উন্নতির জন্য জাফরের অবদানের কথা বলেছিলেন। তখন থেকেই বিসিবি চিন্তা করছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের উন্নতির জন্য জাফরকে নিয়োগ দেয়ার কথা। এরপরই আসলো এই ঘোষণা
জাফর বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল, এ দল এবং জাতীয় দলেরও ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবেন। এটাই জাফরের প্রথম কোচিং পরীক্ষা হতে যাচ্ছে।