ক্রিকেটাররা নিজেদের ফিট রাখতে কত কিছুই না করেন। জিম করেন, খাবার খান রুটিন করে। এবার এই ফিটনেস ঠিক রাখার জন্য ক্রিকেটে প্রথমবারের মত নতুন এক প্রযুক্তি আনছে ভারত। এই প্রযুক্তির নাম জিপিএস প্রযুক্তি।
বিশ্বকাপকে সামনে রেখেই এই প্রযুক্তির ব্যবহার শুরু করতে যাচ্ছে ভারত। এটি মুলত খেলোয়াড়ের কাঁধের মধ্যে একটি চিপ বসানো থাকবে। এটি দিয়ে খেলোয়াড়দের শারীরিক অবস্থা জানা যাবে। এর আগে এই প্রযুক্তি ব্যবহার করেছে ফুটবলাররা।
ফুটবলে অনেক ক্লাব নিজেদের খেলোয়াড়দের ফিট ও ইনজুরিমুক্ত রাখতে এই জিপিএস প্রযুক্তির ব্যবহার করেছে। জানা যায় এটির ব্যবহারে ক্রিকেটারদের চাপ কমানো সম্ভব।
এছাড়াও এই প্রযুক্তি ব্যবহার করে খেলোয়াড়দের ইনজুরিতে পড়ার আশঙ্কাও কমানো যাবে বলেই মনে করা হচ্ছে।