আজ মহান মে দিবস। আর এই্ মে দিবসের একদিন আগে অর্থাৎ গতকাল সোমবার সোনাগাছির যৌনকর্মীরা মিছিল করেন। সেখানে যোগ দেয় তাদের সন্তান ও কিছু সংগঠনের লোকও। তাদের দাবী, শ্রমীক হিসেবে তাদের স্বীকৃতি দিতে হবে।
পশ্চিমবঙ্গের সোনাগাছির যৌনপল্লির কর্মীরা গত কয়েক বছর ধরেই আন্দোলন করে আসছে। তারই ধারাবাহিকতায় এই মিছিল করেছে তারা।
নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে তারা এদিন সব কাজ ফেলে ভিন্ন ভিন্ন স্লোগান দিতে থাকেন মিছিলে।
তাদের অভিযোগ, বিভিন্ন সময় মাস্তান, চাঁদাবাজরা তাদের নির্যাতন করে। তাছাড়া পুলিশের অত্যাচার তো আছেই।
তাদের দাবী, যেহেতু তাদের পেশাই এটা, তাই পুলিশ কেন তাদের হয়রান করবে?