চলন্ত অবস্থায় দুই ট্রেনে থাকা বাবা ছেলের সেলফি ভাইরাল

বাবা ও ছেলে দুজনেই কাজ করেন রেলওয়েতে। বাবা সীমান্ত এক্সপ্রেস ট্রেনের গার্ড আর ছেলে আরেক ট্রেনের টিটিই। কাকতালীয় ভাবে ডিউটিরত অবস্থায় দেখা হয়ে গেল দুজনের। সেটাও আবার দুই ট্রেনে দুজনে। আর সেই দৃশ্য তুলে রাখলেন সেলফিতে যা পরে হয়ে যায় ভাইরাল।

বাবা যাচ্ছিলেন চিলাহাটি। খুলনা থেকে ছেড়েছিল তার ট্রেন। আর ছেলে যাচ্ছিলেন রাজধানীর দিকে। পথেই দেখা হয়ে যায় দুজনের। ট্রেন যখন ফুলবাড়ি রেল স্টেশন অতিক্রম করছিল তখন বাবা ট্রেনের শেষদিকে গার্ডরুমে আর ছেলে ওয়াসিবুর রহমান শুভ তখন দ্রুতযান এক্সপ্রেসের ইঞ্জিনের কাছাকাছি একটি কামরায়।

বাবার সাথে এই সামান্য সময়টুকুকে কাজে লাগিয়েছেন ছেলে। তুলেছেন সেলফি। আর সেই মুহূর্তটি ভাইরাল হয়ে যায় পোস্ট করার সাথে সাথেই।

ছবিটির ক্যাপশনে তিনি লিখেন- ‘বাবা ও আমি, ফুলবাড়ি স্টেশনে ক্রসিং চিলাহাটিগামী সীমান্ত এবং ঢাকাগামী দ্রুত যান এক্সপ্রেস।’

‘বাবা=অন ডিউটি ওয়ার্কিং গার্ড।
আমি= অন ডিউটি জুনিয়র টিটিই।’