চাকরি পেয়ে যা বললেন সেই বাবা

গেল শুক্রবার রাত ৯টায় চেইন সুপার শপ স্বপ্নের খিলগাঁও আউটলেটে ঘটে যায় এক চমকপ্রদ ঘটনা। ১১ মাস বয়সী শিশু সন্তানের ক্ষুধা মেটাতে, দিশেহারা এক বেকার বাবা আশ্রয় নিলেন অসদুপায় অবলম্বনের। কাউকে না বলে নান ওয়ান নামের এক দুধের কৌটা নিয়ে সরে পড়েন তিনি। উত্তেজিত জনতার হাতে পড়লে পুলিশের হস্তক্ষেপে রেহাই পান সেই বাবা।

আর এ নিয়ে খিলগাঁওয়ের পুলিশ কর্মকর্তা জাহিদুল ইসলাম তার ফেসবুকে বিষয়টি শেয়ার করে সবার নজরে আনেন ঘটনাটি। সন্তানের খাবারের ব্যবস্থা করতে গিয়ে নীতি বিসর্জন দেওয়া বাবা’র পাশে দাঁড়িয়েছে একটি চেইন সুপার শপ। রবিবার সন্ধ্যায় সেই বাবার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালো স্বপ্ন কর্তৃপক্ষ। প্রধান কার্যালয়ে তাকে নিয়োগ দেয়া হয় এক্সিকিউটিভ পদে।

চাকরি পেয়ে জানিয়েছেন তার কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত সেই বাবা। তিনি জানালেন, সন্তানের মুখের কথা ভেবে তিনি কাণ্ডজ্ঞান হারিয়েছিলেন। সন্তানের জন্য বাকি জীবনও কাটাবেন সততার সাথে।

তিনি বলেন, ‘অনেকদিন বেকার ছিলাম। প্রেসার নিতে পারছিলাম না। যেটা আমি চাইনি, হেতায়েত জ্ঞান না থাকায় সেটি করে ফেলেছি। এর জন্য আমি লজ্জিত।’

এদিকে স্বপ্ন জানিয়েছেন, মানবিক বিবেচনা থেকেই বাবার পাশে দাঁড়ানো তাদের। এখন সময় সেই বাবার সততা প্রমাণের। দক্ষতার সাথে কাজ করলে স্বপ্নের কোনো কর্মী তাকে কখনোই কটু কথা বলবে না বলেও সাফ জানিয়ে দেয় প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘এমন ঘটনা মর্মস্পর্শী। এখন সেই বাবাকে সততা এবং দক্ষতা দিয়ে ক্যারিয়ারে এগোতে হবে।’