টার্গেট ২১০ রান। করতে হবে ২৪ ওভারে। শুরু থেকেই দুর্দান্ত ভাবে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। সৌম্যর ব্যাটিং ঝড়ে টাইগাররা ছিল কক্ষ পথেই। এরপর সৌম্যর বিদায়ের পর মুশফিকের ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিল টাইগাররা।
কিন্তু মুশফিক আর মিঠুনের এক সাথে বিদায়ের পর হতাশার কালো মেঘ এসে ভর করে টাইগার সমর্থকদের মনে।
কিন্তু সেই মেঘ সরিয়ে দিতে দেরী করেনি মোসাদ্দেক হোসেন। তার দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী বাংলাদেশকে প্রথম কোন শিরোপা জয়ের স্বাদ এনে দেয়।
ম্যাচ শেষে ওই মুহুর্তের ব্যাটিং নিয়ে মোসাদ্দেক বলেন,
“ব্যাটিংয়ে যাওয়ার পর একটা বিষয়ই কাজ করছিল মাথায়। সেটা হল ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। এমন পরিস্থিতিতে ক্রিকেট খেলা খুব সহজ নয়। আমি চেষ্টা করেছি বল বুঝে খেলার জন্য।”
“আমরা যখন ফিল্ডিং করেছিলাম, তখন মাশরাফি ভাই, তামিম ভাই, মুশফিক ভাই বলছিল, আমাদের সামর্থ্য আছে। এই ম্যাচে আমরা জিতব। পুরো টুর্নামেন্টে যেভাবে খেলেছি তাতে এই রান তাড়া করা সম্ভব।”
ম্যাচে অর্ধশতক করে চুমু এঁকেছেন বাতাসে। মুষ্ঠিবদ্ধ হাত ছুঁড়েছেন হাওয়ায়। চুমুটা কার জন্য ছিল?
“উদযাপনটা নিজের জন্যই ছিল। অন্য কারও জন্য নয়। অনেক সময় নিজের কাছে নিজের প্রত্যাশা থাকে। পূরণ হলে ভেতর থেকেই অনেক কিছু বেড়িয়ে আসে।”