চ্যাম্পিয়নস লিগে নিষিদ্ধ হবে ম্যানসিটি!

ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ একটি মৌসুম কাটিয়েছে ম্যানচেষ্টার সিটি। উত্তেজনাপূর্ন লড়াই শেষে লিভারপুলকে ১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত করেছে তারা।

ইপিএলে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায়। কিন্তু শীর্ষে থাকা ম্যানসিটিই এবার আছে শঙ্কায়।

খেলোয়ার কেনায় অতিরিক্ত অর্থ খরচ করায় এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে উয়েফা। রায় আসতে পারে চলতি সপ্তাহেই।

ম্যানসিটির বিপক্ষে কি ব্যবস্থা নেয়া হতে পারে তা জানিয়েছে নিউইয়র্ক টাইমস। তারা জানিয়েছে আগামী মৌসুমে না হলেও পরের মৌসুমে তাদের চ্যাম্পিয়নস লিগে নিষিদ্ধ করতে পারে।