নারী আইপিএল উইমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জ কাপে এবার সুযোগ পেয়েছিলেন জাহানারা আলম। আর সুযোগ পেয়ে অভিষেকটা রাঙ্গাতে পারেনি বাংলাদেশি এই তারকা।
তবে দ্বিতীয় ম্যাচ অর্থাৎ ফাইনালে এসে আগুন ঝড়িয়েছেন তিনি। আর তার বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্ব।
নারী আইপিএলের ফাইনালে জাহানারা আলম ৪ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট। এই দুই উইকেটের একটি আবার আইপিএলের সেরা বল নির্বাচিত হয়েছে।
শিরোপা নির্ধারণী ম্যাচে সুপারনোভাসের বিপক্ষে ১২তম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে ওভারের শেষ বলে ইংলিশ ব্যাটার নাটালি শিভারের অফ স্টাম্প উপড়ে দেন তিনি। সেটিই বেস্ট বল অব দ্য নারী আইপিএল নির্বাচিত হয়েছে।