জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী: রাঙ্গাঁ

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী।

রবিবার (১২ মে) জাতীয় ছাত্রসমাজের নেতাদের নিয়ে এক সভায় তিনি একথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুর দলটির কী হবে এ বিষয়ে মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানেই তার প্রকৃত মূল্যায়ন হবে। জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী হবেন।

সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের অর্বতমানে যে শুন্যতা সৃষ্টি হবে, তা এককভাবে পূরণ করা সম্ভব হবে না। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুশৃঙ্খলভাবে জাতীয় পার্টির রাজনীতি এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। জাতীয় ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।