জুভেন্টাস ছাড়ছেন দিবালা

ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে আসার পর জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা দিবালার জায়গা আরও ক্ষীন হয়ে গেছে। এই মৌসুমেও জুভেন্টাসের জার্সিতে খুবই খারাপ সময় কাটিয়েছেন দিবালা। আর এই সময়টাতেই তার ক্লাব ছাড়ার সবচেয়ে দারুণ সময় বলে উল্লেখ করেছেন তার ভাই ও এজেন্ট গুস্তাবো।

২০১৮-১৯ মৌসুমটি ভুলে যাওয়ার মত মৌসুম দিবালার জন্য। যার কারণে তার ক্লাব ছাড়ার গুঞ্জন চলছে। জুভেন্টাস নাকি তাকে আর রাখতে চায় না। তাই দিবালার জন্য ক্লাব ছাড়ার এটাই সেরা সুযোগ বলে মন্তব্য করেছেন তার ভাই।

আর্জেন্টিনার একটি রেডিও অনুষ্ঠানে গুস্তাবো বলেন, হ্যা, এটা ভালো সুযোগ তার জুভেন্টাস ছাড়ার। অবশ্যই। তার পরিবর্তন প্রয়োজন। তার প্রবলেম হল মাঠে রোনালদোর সাথে। কেউই একা কিছু করতে পারেনা। সে ইতালিতে ভালো আছে। তবে আর নয়।

তাহলে দিবালা যাচ্ছে কোথায়? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বলতে পারবনা সে কোথায় যাবে। তবে এখন সুযোগ আছে তার জুভেন্টাস ছাড়ার। অবশ্যই সে এখানে সুখী নয়। শুধু পাওলো নয়, আরও অনেক ফুটবলার এখন জুভেন্টাসে ভালো অনুভব করছে না। সে একমাত্র খেলোয়াড় নয় যে জুভেন্টাস ছাড়বে এই মৌসুমে। আরও অনেকেই ছাড়বে।