জোফরা আর্চারকে জায়গা দিতে কপাল পুড়তে পারে তার

পাকিস্তন এবং ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচটি খেলেছিলেন জোফরা আর্চার। আর ওই ম্যাচে ৪ ওভার বোলিং করেছিলেন। দেখিয়েছিলেন গতির তান্ডব।

এরপর ইংল্যান্ড আরও দুটি ম্যাচ খেললেও জায়গা হয়নি তার। সেখানে সুযোগ পেয়েছেন অন্যরা। বিশ্বকাপের আগে সবাইকে সুযোগ দিতেই এভাবে ঘুড়িয়ে ফিরিয়ে খেলাচ্ছে তাদের।

জোফরা আর্চর ইংল্যান্ড দলে অভিষেকের পর থেকেই তিনটি ম্যাচ খেলে আলো ছড়িয়েছেন। যার কারণে সাবেক অনেক তারকাই তাকে দলে নেয়ার জন্য বলেছেন। এমন পরিস্থিতিতে কার জায়গায় দলে ঢুকানো হবে আর্চারকে সেটাও তো ভাবতে হবে?

আর সেই কোপটা পড়তে পারে জো ডেনলির উপর। ইংল্যান্ডের এই অলরাউন্ডার আছেন বিশ্বকাপ স্কোয়াডে। তবে গতকাল তৃতীয় ম্যাচের পর তার দলে থাকাটা অনেকটাই নড়বড়ে হয়ে পড়েছে। আর সেখানেই দলে ঢুকে যেতে পারেন আর্চার। কেননা, ইংল্যান্ড অধিনায়ক মরগ্যান বলেছেন, সম্ভাব্য সেরা তারকাদের নিয়েই বিশ্বকাপে যাবে তার দল।