জয়ের দিনে দুঃসংবাদ পোলার্ডের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরের শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। গতকাল অনুষ্ঠিত ফাইনালে তারা চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে ১ রানে।

এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শিরোপা জিতেছেন কাইরেন পোলার্ড। তিনি আবার টুর্নামেন্টে সেরা ক্যাচের পুরষ্কারও জিতেছেন।

তবে এত সব অর্জনের মধ্যেও জরিমানা গুনতে হয়েছে তাকে। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যারিবিয়ান এই তারকাকে।

এই ম্যাচে পোলার্ড ছিলেন মুম্বাইয়ের ব্যাটিংয়ের নায়ক। ৪১ রান করেছিলেন তিনি। ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিরুপ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন পোলার্ড। ওয়াইড না দেয়ায় ব্যঙ্গও করেছিলেন আম্পায়ারকে। সেজন্য তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।