তুলোন টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করল ব্রাজিল

আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে তুলোন টুর্নামেন্ট। ফ্রান্সে অনুষ্ঠিত হবে এবারের আসর। আর এই আসরের জন্য নিজেদের দল ঘোষণা করেছে ব্রাজিল।

এবারের তুলোন টুর্নামেন্টে এশিয়া থেকে অংশ নিচ্ছে চারটি দল। এগুলো হল- বাহারাইন, চিন, জাপান ও কাতার। কনকাফ অঞ্চল থেকে এসেছে দুটি দল। এরা হল মেক্সিকো ও গুয়াতেমালা।

কনেমবল অঞ্চল থেকে এসেছে দুটি দল। এরা হল ব্রাজিল ও চিলি। ইউরোপ থেকে এসেছে চারটি দল। এরা হল ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল ও আয়ারল্যান্ড।

টুর্নামেন্টে বি গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ ফ্রান্স, গুয়াতে মালা, কাতার। ব্রাজিলের ম্যাচগুলো হল- ২, ৫ ও ৮ তারিখে।

এই টুর্নামেন্টের জন্য ঘোষিত ব্রাজিল দলে রয়েছে রিয়াল মাদ্রিদ তারকা রোদ্রিগো। সাথে আরও যারা রয়েছে দেখুন তাদের স্কোয়াড:

গোলকিপার: লুকাস পেরি, লুসাও, ইভান।

ডিফেন্ডার: রেনান লোডি, লাগো বুরডাচি, লুইজ ফিলিপ, মুরিলো, লাইয়ানকো, গ্যাব্রিয়েল, এমারসন, গাগা।

মিডফিল্ডার: ম্যাতিয়াস ভিদাল, ম্যাথিউস হেনরিক, ডগলাস লুইস, থিয়াগো মাইয়া, ওয়েনডেল।

উইঙ্গার: রোদ্রিগো, টাবাটা, পেড্রিনহো, অ্যান্থনি।

স্ট্রাইকার: পেড্রো, ম্যাথিউস কুনহা।