ত্রাণ নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ত্রাণ বিতরণে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (১৩ মে) দুপুরে সাভার উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সারাদেশে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এ কাজে সংশ্লিষ্ট কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, রমজান মাসে কেউ খাদ্যে ভেজাল করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে দেশের মানুষ শান্তিতে বসবাস করছে।

ডা. এনামুর রহমান বলেন, দেশে এখন কোনো জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নেই। এ দেশে আর কখনও জঙ্গিবাদ সৃষ্টি হবে না।