ত্রিদেশীয় সিরিজে কে কত ছক্কা চার মেরেছে জানুন

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ এবং স্বাগতিক আয়ারল্যান্ড। এই সিরিজে প্রথমবারের মত শিরোপা জিতল বাংলাদেশ।

ম্যাচে ফাইনালে গতরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২৪ ওভারে ২১০ রানের টার্গেট পাওয়া বাংলাদেশ ৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে।

এদিকে এই সিরিজে সব মিলিয়ে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ৬টি। এই ৬টি ম্যাচে সর্বমোট ৬৫টি ছক্কা মেরেছে ব্যাটসম্যানরা। চার মেরেছে ২৭৪টি।

ছক্কা মারার তালিকায় সবার উপরে আছে সাই হোপ। ৭টি ছক্কা মেরেছেন তিনি। দুইয়ে আছে সৌম্য সরকার। তিনি ছক্কা মেরেছেন ৬টি। ৬টি করে ছক্কা মেরেছেন স্টার্লিং, ক্যাম্পেবলও।

পাঁচটি করে ছক্কা মেরেছেন বালবিরনি, মোসাদ্দেক ও মুশফিকুর রহীম।

সবচেয়ে বেশি চারও মেরেছেন সাই হোপ। তার চার মারার সংখ্যা ৪৯টি। দুইয়ে আছে সুনিল অ্যাম্ব্রিস। তার চারের সংক্যা ৩৪টি। ২৩টি চার মেরেছেন সৌম্য সরকার। ২১টি চার মেরেছেন তামিম ইকবাল। ১৮টি চার মেরেছেন বালবিরনি।

১৬টি চার মেরেছেন স্টার্লিং। ক্যাম্পেবলের চারের সংখ্যা ১৫টি। ১৪টি চার মেরেছেন মুশফিক।