দুই জনের প্রতি কৃতজ্ঞ রাহী

একেবারেই কোন ওয়ানডে ম্যাচ না খেলেই জাতীয় দলের হয়ে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়ে গিয়েছিলেন আবু জায়েদ রাহী। এরপর থেকেই শুরু হয় বিতর্ক। বিশেষ করে তাসকিনকে না রেখে রাহীকে রাখায় শুরু হয় বিতর্ক।

সিরিজ চলার সময়েই গুঞ্জন উঠেছিল রাহীকে বাদ দিয়ে দলে আসছে তাসকিন। কিন্তু শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে জবাব দিয়েছেন সবকিছুর।

ম্যাচে ম্যাচ সেরাও হয়েছেন তিনি। আর এরপর কৃতজ্ঞতা প্রকাশ করলেন আল্লাহর প্রতি। সেই সাথে ধন্যবাদ জানিয়েছেন দুজনকে।

এই ধন্যবাদ জানিয়েছেন তিনি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। তবে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন কোর্টনি ওয়ালশকে।

রাহী বলেন, ওয়ালশকে বিশেষ ধন্যবাদ। আমাদের নিয়ে কাজ করেছেন। আমি ম্যাচটি উপভোগ করেছি।