পাঁচ ম্যাচ সিরিজে ১-০তে পিছিয়ে পাকিস্তান। সমতা ফেরাতে আজ মাঠে নামে তারা। টস হেরে ব্যাটিংয়ে যায় পাকিস্তান দল। আর ব্যাটিং করতে নেমেই ইমামের সেঞ্চুরির উপর ভর করে পাকিস্তান দল ৩৫৮ রান করে। এইদিন ব্যাট হাতে ইমাম করেন ১৫১ রানের ইনিংস। তবে আউট হয়ে গিয়েছেন তিনি।
এদিন ৩৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার পাকিস্তানি বোলারদের তুলো ধুলো করছে। এরই মধ্যে ৫ জন বোলার ব্যবহার করেও কোন উইকেট পায়নি সরফরাজের দল। জেসন রয় ও জনি বেয়ারস্টো ইতোমধ্যে নিজেদের অর্ধশতক হাকিয়েছেন। অবশেষে ইংলিশ দুই ওপেনারের ঝড় থামালেন ফাহিম আশরাফ। ১৫৯ রানের জুটি ভাঙলেন তিনি। ৭৬ রানে ফিরিয়েছেন জেসন রয়। আউট হওয়ার আগে ৪টি ছক্কা ও ৮ চার হাকিয়েছেন।
জেসন রয় আউট হলেও ঝড় থামেনি জনি বেয়ারস্টোর। নিজ প্রান্তে পাকিস্তানি বোলাদের তুলোধুলো করেছেন তিনি। ৭৪ বলে ১০০ রানে মাইলফলক স্পর্শ করলেন তিনি। ৩টি ছয় ও ১২ চার হাঁকান বেয়ারস্টো। তবে তার ঝড় থামান জুনায়েদ খান। ৯৩ বলে ১৫ চার ও ৫টি ছক্কা হাঁকিয়ে ১২৮ রান করে ফিরেন বেয়ারস্টো। এরপর জো রুটকে ফেরান ইমাদ ওয়াসিম। ৩৬ বলে ৪৩ রান করে ফিরেন তিনি।
এরপর রান আউটের শিকার হন বেন স্টোকস। ৩৮ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৭ রান করেন তিনি। শেষ দিকে মইন আলি ও অধিনায়ক মর্গানে ব্যাটিংয়ে সহজে ৩৫৯ রান করতে সক্ষম হয় ইংল্যান্ড। মাত্র ৪ উইকেট হারিয় জয়ের লক্ষ্যে পৌছে যায় তারা। ৬ উইকেট সহজে জিতে সিরিজ জিতে নিল মর্গানের দল।
এর আগে সাউদাম্পটনে সিরিজের প্রথম ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট রান উঠেছে ৭৩৪। আগে ব্যাট করে ৩ উইকেটে ৩৭৩ রান তুলেছিল ইংল্যান্ড। তাড়া করতে নেমে পাকিস্তান জয়ের সুবাস পেতে পেতে মাত্র ১২ রানে হেরেছে। ১০৬ বলে ১৩৮ রান করেন ওপেনার ফখর জামান। ৭ উইকেটে ৩৬১ রানে থেমেছে পাকিস্তানের ইনিংস। আজ দুই ইনিংসে ৭১৭ রান করে দুই দল। সিরিজের দুই ম্যাচ মিলেএ ১৪৮১ রানের রেকর্ড গড়েছে পাকিস্তান-ইংল্যান্ড।