বিশ্বকাপ শুরুর আর মাত্র ২দিন বাকি। এরমধ্যে দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলতে। গতকাল বাংলাদেশের ম্যাচ ছিল। কিন্তু বৃষ্টির কারণে তা আর হয়ে উঠেনি।
বাংলাদেশ দলের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারও তিনিই। আর সেই সাকিব আল হাসানকে এবার নিজেকে বিশ্বের সামনে সেরা হিসেবে তুলে ধরতে বললেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস।
গত ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচে খেলেছিলেন সাকিব। দুটি হাফসেঞ্চুরি করেছিলেন। বোলিংয়ে কৃপণতা কাকে বলে দেখিয়েছিলেন। সেই সাকিবের কাছে এমনই পারফর্মেন্স বিশ্বকাপেও দেখতে চান রোডস।
তিনি বলেন, “এখনই সময় বিশ্বকে দেখিয়ে দেওয়ার, তুমি এক নম্বর। তুমি দেখিয়ে দাও।”
“একটি দুর্দান্ত বিশ্বকাপ উপহার দেয়ার জন্য সাকিব পুরোপুরি প্রস্তুত। আমি মনে করি নিজেকে প্রমান করার জন্য সে ভারো সুযোগ পেয়েছে। সম্ভবত সে নিজেও একই চিন্তা করতেছে। সারা বিশ্বের কাছে এখন প্রমান করার সময় সে বিশ্বসেরা।”