বাংলাদেশকে ঐতিহাসিক শিরোপা জেতানো পর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি ও দলের ওপেনার তামিম ইকবাল খান দল ছেড়ে ছুটিতে আসছেন। মাশরাফি মর্তুজা দেশে ফিরলেও তামিম যাবেন দুবাইয়ে।
ত্রিদেশীয় সিরিজের পর বিশ্বকাপের আগে বিসিবি ঐচ্ছিক ছুটি প্রদানের ঘোষণা দিয়েছিল। কেউ চাইলে এই ছোট্ট ছুটি নিতে পারবে। সেটাই নিয়েছেন তামিম ও মাশরাফি মর্তুজা।
মাশরাফি দেশে ফিরে আসছেন। তার সাথে আসছেন বিশ্বকাপ স্কোয়াডে না থাকা আরও চার তারকা। তাসকিন, নাঈম হাসান, ইয়াসির আলী ও ফরহাদ রেজা।
অন্যদিকে তামিম ইকবাল যাচ্ছেন দুবাইয়ে। সেখানে তার পরিবার আগে থেকেই অপেক্ষা করছে তার জন্য। এই দুই ক্রিকেটারই আগামী বুধবার লন্ডনে ফিরে যাবেন।