নিজেকে যে জায়গায় দেখতে চেয়েছিলেন তামিম

আর মাত্র ৩ দিন বাকি। ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের বাকি দলগুলো ব্যস্ত প্রস্তুতি ম্যাচ নিয়ে। বিশ্বকাপ মিশনের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জয়ের পর বিশ্বকাপের মৌতাতে আচ্ছন্ন টাইগাররা। ক্রিকেটের এই শ্রেষ্ঠ মঞ্চে যাওয়ার আগে দলগত পরিকল্পনার বাইরেও ক্রিকেটাররা নিজেদের তৈরি করেছেন নিজের মতো করেই। আর দেশ ছাড়ার আগে বিশ্বকাপ আড্ডায় নিজেদের সে ভাবনাগুলোই তুলে ধরেছেন টাইগাররা।

তেমনি নিজের ভাবনা গুলোও তুল ধরেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। জাতীয় দলের যে জায়গায় নিজেকে দেখতে চেয়েছিলেন, ওখানে কি পৌঁছে গেছেন? তার উত্তর জানালেন তামিম নিজেই।

তিনি বলেন, একটু হলেও আগের তুলনায় আমি পরিবর্তন হয়েছি, কিন্তু আমি চাচ্ছিলাম, আমার গ্রাফটা আরেকটু ভালো থাক। আরেকটু ওপরে উঠুক। ফিটনেস বা স্কিল ট্রেনিং আরও বেশি করলে হয়তো আরও ভালো হতে পারত। তবে ইতিবাচক হলো, আমি পরিবর্তন হয়েছি। পরিবর্তনের মাত্রাটা যদি আরও বেশি থাকত তাহলে আমি বেশি খুশি হতাম।

তামিমের ভাষ্য মতে, তবে ইতিবাচক হলো, আমি খেলাটা উপভোগ করছি, যদি আরও ফিট হই, শারীরিকভাবে শক্তিশালী হই, তাহলে এখন যেগুলো করতে পারছি না, তখন ওগুলো হয়তোবা করতে পারব। এখনও ইনশাআল্লাহ ছয় বছর ক্রিকেট খেলব। এই পাঁচ-ছয় বছর যেন সেরা ফিটনেস নিয়ে খেলতে পারি। অনেককে বলতে শুনেছি, চেষ্টা করলে অসম্ভবকে সম্ভব করা যায়। আমি ওটা করে দেখতে চাই, আসলে হয় কি-না।