ইংল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আজ চতুর্থ ম্যাচে মাঠে নামবে এই দুই দল। আর এই ম্যাচে দলের সেরা চার তারকাকেই বিশ্রাম দিচ্ছে ইংলিশরা।
আগের ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করা জনি বেয়ারস্টো আজকের ম্যাচে খেলবে না। তাকে বিশ্রাম দিয়েছে ইংলিশরা।
সেই সাথে আরও তিন তারকাকে বিশ্রাম দিচ্ছে দলটি। এরা হলেন আগের ম্যাচে ৪ উইকেট নেয়া পেসার ক্রিস ওকস এবং আরেক পেসার লিয়াম প্লাঙ্কেট। সেই সাথে খেলবেনা আরেক পেসার ডেভিড উইলি।
জনি বেয়ারস্টো তৃতীয় ম্যাচে ১২৮ রান করেছিলেন। মাত্র ৯৩ বলে তিনি এই রান করেছিলেন ১৫টি চার ও ৫টি ছক্কায়।
ক্রিস ওকস ৬৭ রানে চারটি, উইলিয় ৮৬ রানে ১টি ও প্লাঙ্কেট ৫৫ রানে একটি উইকেট নিয়েছিলেন।