ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেই আগেই। এই ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। আগামীকাল অনুষ্ঠিত এই ফাইনালের আগে তাই মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশের নির্বাচকরা।
এবারের এই সিরিজে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আর এই তিন ম্যাচে প্রতিটিতেই বাংলাদেশের ব্যাটসম্যানরা দুর্দান্ত খেলেছে। দুর্দান্ত বোলিং করেছে বোলাররাও। এখন তাই ফাইনালের আগে দল নির্বাচন নিয়ে নির্বাচকরা পড়েছে ঝামেলায়।
সৌম্য সরকার প্রথম দুটি ম্যাচেই দারুণ খেলেছিলেন। অর্ধশতক করেছেন দুই ম্যাচেই। গতকাল তাকে বিশ্রাম দিয়ে নামানো হয়েছিল লিটন দাসকে। তিনিও গতকাল করেছেন অর্ধশতক। তাই ফাইনালে তামিমের সাথে খেলবে কে? কিংবা দুজনেই খেললে বাদ পড়বে কে?
আবার গতকাল মিঠুন খেলেনি। ফাইনালে ফিরবে সেও। তাহলে কার জায়গায় আসবে?
এদিকে রাহী এদিন পেয়েছিলেন দ্বিতীয় সুযোগ। আর দ্বিতীয় এই সুযোগটি কাজে লাগিয়েছেন বেশ ভালো মতই। উইকেট নিয়েছেন পাঁচটি। তাই ফাইনাল ম্যাচের একাদশে জায়গার দাবী জানাতে পারেন তিনিও।