চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিততে ব্যর্থ হওয়ায় কোচ আলেগ্রীকে বরখাস্ত করেছে জুভেন্টাস। আজ অফিসিয়াল ঘোষণায় তারা জানিয়েছে চলতি মৌসুমের পর আর আলেগ্রী কোচ হিসেবে থাকছেনা জুভেন্টাসে।
সিরিএতে আর দুটি ম্যাচ বাকি আছে। এই দুটি ম্যাচই আলেগ্রীর জুভেন্টাসে শেষ ম্যাচ। তবে তার রিপ্লেসমেন্ট কে হবে তা এখনো জানা যায়নি।
জুভেন্টাসে আলেগ্রী যোগ দিয়েছিল ২০১৪ সালে। তার অধিনে দলটি চারটি সিরিএ শিরোপা জিতলেও জিতেনি চ্যাম্পিয়নস লিগের শিরোপা। দুইবার ফাইনালে তুলেও ব্যর্থ হয়েছেন তিনি।
আগামীকাল জুভেন্টাস কোচ এবং সভাপতি সাংবাদ মাধ্যমের সামনে হাজির হবেন।