বাংলাদেশের একাদশে চার পরিবর্তন

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজকে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩:৪৫ মিনিটে।

এই আশার ম্যাচে আজ টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে কিছু পরিবর্তন। সাকিব খেলছেনা। লিটন দাস দল থেকে বাদ পড়েছেন।

আরও বাদ পড়েছেন আবু জায়েদ রাহী ও রুবেল হোসেন। দলে ফিরেছেন মিরাজ, মিঠুন, মুস্তাফিজ ও সৌম্য।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহীম, মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির, মিরাজ, সাইফ উদ্দিন, মাশরাফি, মুস্তাফিজ।