আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপকে সমানে রেখে সব দলের প্রস্তুতি সম্পন্ন। আর বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে পুরনো ছন্দে দেখতে চান পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিম। তিনি মনে করেন, বোলিং বৈচিত্র্য দিয়ে ক্রিকেট বিশ্বে সাড়া জাগানো মুস্তাফিজ বর্তমানে সেই পুরনো ফর্মে নেই।
তিনি বলেন, ‘বাংলাদেশ দলে রয়েছে মুস্তাফিজুর রহমান। বোলিং বৈচিত্র্যের কারণে অনেক নাম কুড়িয়েছেন তিনি ক্রিকেট পাড়ায়। সে স্লোয়ার বাউন্সার করতে সক্ষম, ইয়র্কারও ভালো করে থাকে সে। তবে তাঁর বর্তমান পারফর্মেন্স খুবই নাজুক। ভালো করতে পারছে না সে।’
বিশ্বকাপে চেনা রূপে ফিরবেন মুস্তাফিজ প্রত্যাশা করে ওয়াসিম বলেন, আশা করছি বিশ্বকাপে সে তাঁর চেনা রুপে ফিরে আসবে এবং শেষ দশ ওভারে বোলিং করতে এসে দুর্দান্ত পারফর্ম দেখাবে।’
উল্লেখ্য, ২০১৭ সালে কাঁধের ইনজুরিতে পড়ে বোলিংয়ের ছন্দ হারিয়ে ফেলেছেন। সাসেক্সের হয়ে কাউন্টি খেলতে গিয়ে ইনজুরিতে পড়া মুস্তাফিজকে থাকতে হয়েছে ছয় মাসের বিশ্রামে। ২০১৮ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। চলমান ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন এই পেসার।