বিপদ কেটে গেছে রাহীর

বিশ্বকাপ দলে আবু জায়েদ রাহীর থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তাকে দল থেকে বাদ দিয়ে সেখানে তাসকিন আহমেদের থাকার জোর গুঞ্জন উঠেছিল।

তবে এবার মনে হয় সব গুঞ্জন চাপা পড়ে গেল। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাঁচ উইকেট শিকার করে বিশ্বকাপে নিজের জায়গার জন্য জোর দাবীটাই যেন জানিয়ে রাখলেন এই পেসার।

রাহীর বোলিং তান্ডবেই শেষ দিকে ম্যাচে ফেরে বাংলাদেশ। আয়ারল্যান্ডের সেরা দুই তারকাও আউট হয় তার বলেই। বাংলাদেশের মাথা ব্যথা হয়ে উঠা স্টার্লিং ও পোটারফিল্ডকে আউট করেছিলেন তিনি। আর এমন পারফর্মেন্সের পর তাকে দল থেকে বাদ নেয়ার সাহসিকতা অন্তত দেখাতে যাবেনা নির্বাচকরা।