বিশ্বকাপে আলো ছড়াবে এই ছয় তারকা

বিশ্বকাপের আর মাত্র অল্প কিছুদিন বাকি। আর এই সময়ে বিশ্বকাপে বিভিন্ন দল নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষন। বিশ্লেষন চলছে খেলোয়াড় নিয়ে। আর এই তালিকায় এবার যুক্ত হল ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হোসেন।

এবারের বিশ্বকাপে ৬ জন ক্রিকেটার সবচেয়ে বেশি আলো ছড়াবে বলেই মনে করেন নাসের হোসেন। তার তার এই সেরা ৬ জনের মধ্যে নেই কোন ইংলিশ ক্রিকেটার।

নাসের হোসেন এই ৬ জন ক্রিকেটার বেছে নিয়েছেন ভারত, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান থেকে।

ভারত থেকে তিনি বেছে নিয়েছেন কোহলি ও পেসার বুমরাহকে। ওয়েস্ট ইন্ডিজ থেকে তিনি বেছে নিয়েছেন ক্রিস গেইল ও আন্দ্রে রাসেলকে। নিউজিল্যান্ড থেকে বেছে নিয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসনকে এবং আফগানিস্তান থেকে বেছে নিয়েছেন রশিদ খানকে। নাসের হোসেনের মতে, এই ছয় তারকা আলো ছড়াবে বিশ্বকাপে।