২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচে ভারতের একাদশ কেমন হতে পারে তা নিয়ে চলছে আলোচনা।
সম্প্রতি ওই ম্যাচের জন্য ভারতের একাদশ বাছাই করেছেন সাবেক ভারতীয় তারকা সঞ্জয় ম্যাঞ্জরেকার। তার পছন্দ করা একাদশে রয়েছে বড় চমক।
গতকাল প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করা রাহুলকে রাখেননি তিনি। এছাড়াও তার একাদশে জায়গা হয়নি ভুবনেশ্বর কুমারের।
তার পছন্দের একাদশে আছেন..
১. রোহিত শর্মা
২. শিখর ধাওয়ান
৩. বিরাট কোহলি
৪. বিজয় শঙ্কর
৫. কেদার যাদব
৬. ধোনি
৭. হার্ডিক পান্ডেয়া
৮. কুলদিপ যাদব
৯. সামি
১০. বুমরাহ
১১. চাহাল